ধামইরহাটে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫


নওগাঁর ধামইরহাটে পরিত্যক্ত ১৭০ বোতল ভারতীয় ফেনসিডিলের একটি চালান আটক করেছে  বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সোমবার (২১ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত তিনটার দিকে চকিলাম বিওপির সীমান্ত পিলার ২৬৫/-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির একটি টহলদল পরিত্যক্ত অবস্থায় ১৭০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিলের একটি চালান আটক করে। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই মাদকদ্রব্যগুলো ফেলে পালিয়ে যায়।

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে



মন্তব্য
জেলার খবর