নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভুটভুটির ধাক্কায় মাসুদ আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২২এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ১০ নম্বর ব্রীজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
মাসুদ আহমেদের (৫০) বাসা ঢাকার লালবাগে। তিনি ওই এলাকার মৃত তৈমদ্দিনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, মাসুদ মোটরসাইকেলে (রেজি নম্বর ঢাকা মেট্রো হ-১৮-৪৮৮৩) ঢাকা থেকে তার শ্বশুর বাড়ি নাটোরের বড়াইগ্রামে আসছিলেন। পথে গুরুদাসপুর উপজেলার ১০নং ব্রিজের পাশে গরুবাহী একটি ভুটভুটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরো জানান, লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গরুবাহী ভুটভুটি সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে আছে।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে