গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে দুর্ভোগ সীমা ছাড়াবে: বামজোট

২১ জানুয়ারী ২০২২

দেশে গ্যাস ও বিদ্যুতের দাম আর এক দফা বৃদ্ধি করলে কৃষি, শিল্প,পরিবহন, সেবাখাতসহ ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা আরও মনে করছেন, গ্যাস ও বিদ্যুৎ কোম্পানিগুলো  ভাল লাভজনক অবস্থায় রয়েছে। এ অবস্থায় মূল্য বাড়ানোর যুক্তিসঙ্গত কোনও কারণ নেই। শুক্রবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন  তারা।

বিবৃতিতে গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে এ হঠকারী তৎপরতা থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান জোট নেতারা।

যৌথভাবে বিবৃতি দিয়েছেন- বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম,বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ-মার্কসবাদী’র  সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, ওয়ার্কার্স পার্টির ( মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

এমকে


মন্তব্য
জেলার খবর