আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।গত ১০ এপ্রিল এ রেড নোটিশ জারি করা হয় বলে জানা গেছে।
পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ছাড়াও পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আদালতের নির্দেশনায় রাষ্ট্রপক্ষ বা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে এনসিবি ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে।
প্রাপ্ত তথ্য বলছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয় ঢাকার একটি আদালত। এরপর গত ফেব্রুয়ারি মাস থেকে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়।
বেনজীর স্বপরিবারে পলাতক, কোন দেশে আছেন তা এখনো আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত হতে পারিনি। তবে রেড নোটিশ জারি হওয়ায় আশা করা হচ্ছেখুব শিগগিরই তার অবস্থান ও গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
বিডি২৪অনলাইন/এনই/এমকে