পঞ্চগড়ে বাবা-মায়ের সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করে রেখেছেন তাদের ভাইয়েরা। এ নিয়ে বহুবার পারিবারিকভাবে এবং পৌর মেয়র নিয়ে বসা হলেও সুরাহা হয়নি। এমন পরিস্থিতিতে পৈত্রিক সম্পত্তিতে নিজেদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুই বোন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা শহরের স্থানীয় এক হোটেলে এ সংবাদ সম্মেলন করেন তারা। ভুক্তভোগী দুই বোন হলেন- পঞ্চগড়ের প্রয়াত ব্যবসায়ী আব্দুস সামাদের মেয়ে সাবিনা ইয়াসমিন ও সানজিদা পারভীন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের বাবার তিন স্ত্রী, ৬ ছেলে ৪ মেয়ে। বাবার মোট সম্পত্তি প্রায় ২৯ একর। সেই হিসেবে তারা জমির ভাগ পান ন্যুনতম ১ একর ৪২ শতক। কিন্তু বোন হিসেবে তাদের জমি দেওয়া হয়েছে কাউকে মাত্র ৭ শতক, কাউকে ১১ শতক ও কাউকে ১৫ শতক। বাকি জমি কায়দা করে ভাইয়েরা ভোগ দখল করে খাচ্ছেন। এ বিষয়ে তারা আদালতে বাটোয়ারা মামলাও করেছেন। তাদের দাবি কেবল তাদের প্রাপ্য অংশ যেন তাদের বুঝিয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তাদের বড় ভাইয়ের মেয়ে সুমাইয়া কায়সার প্রিতমও উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে