মন্তব্য
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজীপুর বাজারে একটি লেপ-তোষকের দোকান থেকে মোস্তফা মিয়া নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা দীর্ঘদিন ধরে হাজীপুর বাজারে লেপ-তোষকের ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি নিজের দোকানেই ঘুমান। মঙ্গলবার সকালে দোকান না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এদিকে পুলিশ এসে দোকানের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং মোস্তফার লাশ উদ্ধার করে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে।
বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে