২১ দিনে এসেছে প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৫

চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে দেশে এসেছে প্রায় দুই বিলিয়ন (১৯৬ কোটি ৬০ লাখ ডলার) ডলারের রেমিট্যান্স।  সে হিসাবে প্রতিদিন আসছে কোটি ৩৬ লাখ ডলারের বেশি রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে  বিষয়টি জানা গেছে।

এদিকে গত বছরের এপ্রিলের সঙ্গে তুলনা করলে এবার এপ্রিলের প্রথম ২১ দিনে প্রায় ৫৭ কোটি ডলার বেশি এসেছে রেমিট্যান্স। শতকরা হিসাবে রেমিট্যান্সের প্রবৃদ্ধি প্রায় ৪১ শতাংশ।  গত বছরের এপ্রিলের প্রথম ২১ দিনে সময়ে এসেছিল ১৩৯ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স।

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর