সোনার দাম আবারো বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৫


দেশের বাজারে একদিনের ব্যবধানে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। নতুন দরে  ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম  এক লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি  জানিয়েছে। নতুন দাম অনুযায়ী, সেনার বাকি ক্যারেটগুলোর মধ্যে ২১ ক্যারেট লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেট লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা  নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরি রূপার দাম ২২ ক্যারেট হাজার ৮৪৬ টাকা, ২১ ক্যারেট হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট হাজার ৩৩৩ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে হাজার ৭৫০ টাকা  নির্ধারণ করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর