নির্বাচনী আচরণবিধি নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৫


নির্বাচনী আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  বৈঠকে বসবে নির্বাচন কমিশনের (ইসি) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি বিষয়ক কমিটি।

বুধবার (২৩ এপ্রিল) এ সভার নোটিশ জারি করা করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম সরকার।

ইসি জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টায়সীমানা পুনর্র্নিধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি বৈঠকে বসবে।

 

বিডি২৪অনলাইন/এনই/এমকে



মন্তব্য
জেলার খবর