গুরুদাসপুরে ওজনে কারচুপি করায় ৩ মিনি পেট্রোল পাম্পকে জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫

পরিমাপে কারচুপি করার অপরাধে নাটোরের গুরুদাসপুরে ২টি মিনি পেট্রোল পাম্পকে এবং একইস্থানে গোখাদ্য পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখার অপরাধে ১টি মিনি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। তাদের জরিমানার পরিমাণ একত্রে ২৫ হাজার টাকা। বুধবার (২৩ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভুমি)আসাদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানার আদেশ দেন।

এর আগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) শহরে অভিযান পরিচালনা করে। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে জ্বালানি পরিমাপে কারচুপি এবং অপরটিতে একইস্থানে গোখাদ্য পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখার সত্যতা পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করায় জরিমানা করা হয়।

জরিমানা করা পাম্প ৩টি হচ্ছে- শহরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার মেসার্স নজরুল এন্টার প্রাইজ, মেসার্স নজরুল এন্টার প্রাইজের-ই চাঁচকৈড় বাজার শাখা এবং  গুরুদাসপুর মডেল মসজিদের পাশে মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ। মেসার্স নজরুল এন্টার প্রাইজের-ই চাঁচকৈড় বাজার শাখায়  একইস্থানে গোখাদ্য পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এলাকাবাসী জানায়, পদ্মা অয়েল কোং প্যাক্ড ডিলার ও যমুলা অয়েল কোং পরিবেশক  মেসার্স নজরুল এন্টার প্রাইজের পরিচালক হুমায়ুন কবির তপু দীর্ঘদিন ধরে ডিজেল,পেট্রোল ও অকটেন বিক্রি করছে। এর আগেও ওই প্রতিষ্ঠানে একই অপরাধে একাধিকবার জরিমানা সতর্ক করা হয়েছে। কিন্তু  সংশোধন হননি তিনি।

নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন জানান, ওই প্রতিষ্ঠান ডিজেল, পেট্রোল, অকটেন তেল মাপে কম দেওয়া ভেজাল তেল বিক্রি করে থাকে। এ নিয়ে সাধারণ জনগন কথা বললে তাদের ওপর চড়াও হন মালিকের লোকজন। ওই ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার দাবী তাদের।

বিষয়ে হুমায়ুন কবির তপু জানান, টেকনিক্যাল কারণে মেশিনের মাধ্যমে পরিমাপ করা তেল কম হয়ে থাকতে পারে। কারণে তার প্রতিষ্ঠানে জরিমানা সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআইয়ের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মিঠুন কবিরাজ গুরুদাসপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম বলেন, ওজন পরিমাপ আইন ২০১৮এর ২৯ ধারায় দুটি মিনি তেল পাম্পকে ২০ হাজার অপর মিনি পাম্পে গোখাদ্য পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখার অপরাধে হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর