অর্থ পাচারকারী শয়তানের মতো

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৫


অর্থ পাচারকারী শয়তানের মতো বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বলেছেন,  শয়তান শিরা উপশিরায় যায়, দেখা যায় না। আর শয়তানের কর্মকাণ্ডের জন্য দুর্ভোগ ভোগ করে মানুষ। পাচারকারীদের জন্যও আমরা দুর্ভোগ ভোগ করছি। পাচারকারীকে কোনোভাবে ধরতে পারলে তাকে ছাড়া হবে না।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানী ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন-  যারা দুর্নীতিগ্রস্ত, অর্থ পাচারকারী অবৈধভাবে নেওয়া টাকা হুন্ডি করে বাইরে পাঠিয়ে দেয়। সেটা রেমিট্যান্সের মাধ্যমে দেশে আনে, রেমিট্যান্স যোদ্ধা হয়ে যান। এটার বিরুদ্ধে কী ব্যবস্থা আছে, সেটা কেতাবে লেখা নেই।

দুদকের এ কমিশনার বলেন, দুদকের একার পক্ষে পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব নয়। আন্তর্জাতিক অনেক সংস্থা এর সঙ্গে যুক্ত। বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ করছি আমরা।

 

বিডি২৪অনলাইন/এনই/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর