হোসেনপুরে জায়গা দখল ও বাড়ি ঘরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামে অবৈধভাবে জমি দখল বাড়িতে হামলাসহ অত্যাচার, জুলুম ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আ. মালেক নামের এক ব্যক্তি তার পরিবার। বুধবার (২৩ এপ্রিল) এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে আ. মালেকের জায়গা থেকে বেদখল দেওয়ার চেষ্টা করে আসছে ওই গ্রামের বাসিন্দা আউয়াল গং। নিয়ে আদালতে মামলা চলছে। গত সোমবার (২২ এপ্রিল) আ. মালেকের সেই জায়গা অবৈধভাবে দখল করার জন্য আওয়াল গং দলবদ্ধভাবে হামলা করে। এতে নারী শিশুসহ কয়েকজন আহত হয়।  তাছাড়া স্বর্ণাঙ্কার লুটসহ ঘর ভেঙে ফেলা হয়। এতে ভুক্তভোগীর তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়। বিষয়ে আ. মালেক হোসেনপুর থানায় একটি অভিযোগও দিয়েছেন। কিন্তু এখনো কোনো প্রতিকার পাননি।

 

বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে



মন্তব্য
জেলার খবর