কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামে অবৈধভাবে জমি দখল ও বাড়িতে হামলাসহ অত্যাচার, জুলুম ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আ. মালেক নামের এক ব্যক্তি ও তার পরিবার। বুধবার (২৩ এপ্রিল) এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে আ. মালেকের জায়গা থেকে বেদখল দেওয়ার চেষ্টা করে আসছে ওই গ্রামের বাসিন্দা আউয়াল গং। এ নিয়ে আদালতে মামলা চলছে। গত সোমবার (২২ এপ্রিল) আ. মালেকের সেই জায়গা অবৈধভাবে দখল করার জন্য আওয়াল গং দলবদ্ধভাবে হামলা করে। এতে নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়। তাছাড়া স্বর্ণাঙ্কার লুটসহ ঘর ভেঙে ফেলা হয়। এতে ভুক্তভোগীর তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ বিষয়ে আ. মালেক হোসেনপুর থানায় একটি অভিযোগও দিয়েছেন। কিন্তু এখনো কোনো প্রতিকার পাননি।
বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে