ছয় জেলায় বইছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৫


দেশের দুই বিভাগসহ ছয় জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (২৩ এপ্রিল)  দেওয়া পূর্বাভাসে তথ্য জানায় আবহাওয়া অফিস।  সংস্থাটির দেওয়া তথ্য বলছে, তাপ প্রবাহ বয়ে যাওয়া বিভাগ হচ্ছে রাজশাহী খুলনা। আর জেলাগুলা হচ্ছে- মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী।

এদিকে  বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র  আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর