আশু প্রয়োজনীয়সহ আওতাভুক্ত সংস্কার নিজেই করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৫

আশু প্রয়োজনীয় এবং নিজেদের ক্ষমতার মধ্যে আছে এমন নির্বাচনী সংস্কার নিজেরাই ইলেকশনের আগে করে ফেলবে নির্বাচন কমিশন (ইসি)। আর যেসব সংস্কারের সঙ্গে রাজনৈতিক বিষয় রয়েছে, সেগুলো  করবে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের এসব বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এর আগে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে বৈঠক করেন তিনি।

 

সিইসি বলেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতির কথা বিস্তারিতভাবে জানিয়েছি। সংস্কারের বিষয়ে, মেজর কী কী বিষয়ে সংস্কার করতে যাচ্ছি, সেটা জানতে চেয়েছেন। বলছেন আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে ওনাদের জানাতে।

 

বিডি২৪অনলাইন/এনই/এমকে

 



মন্তব্য
জেলার খবর