হোসেনপুরে মা সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মা সমাবেশ অবহিতকরণ সভা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজীপুর কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়ের প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে এ অবহিতকরণ সভা  হয়।

ইউনিসেফের সহযোগীতায়  আয়োজিত সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানবীর হাসান জিকু সহকারী সার্জন ডা. ইয়াছিন হাসিব খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম। তারা গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সচেতনতা সর্ম্পকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

পরে শতাধিক রোগীর  ফ্রি প্যাথলজিক্যাল পরীক্ষাসহ চিকিৎসা প্রয়োজনীয় সরকারি ওষুধ বিতরণ করা হয়। সময় ডাক্তার তানবীর হাসান জিকু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার সব গর্ভবতী মায়ের প্রসবকালীন চিকিৎসাসেবা সম্পুর্ণ বিনা খরচে করার কথা জানান। অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে



মন্তব্য
জেলার খবর