কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মা সমাবেশ ও অবহিতকরণ সভা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজীপুর কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়ের প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে এ অবহিতকরণ সভা হয়।
ইউনিসেফের সহযোগীতায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানবীর হাসান জিকু ও সহকারী সার্জন ডা. ইয়াছিন হাসিব খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম। তারা গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সচেতনতা সর্ম্পকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
পরে ২ শতাধিক রোগীর ফ্রি প্যাথলজিক্যাল পরীক্ষাসহ চিকিৎসা ও প্রয়োজনীয় সরকারি ওষুধ বিতরণ করা হয়। এ সময় ডাক্তার তানবীর হাসান জিকু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার সব গর্ভবতী মায়ের প্রসবকালীন চিকিৎসাসেবা সম্পুর্ণ বিনা খরচে করার কথা জানান। অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে