ব্যাটারিচালিত অটোরিকশায় চড়বেন না

নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৫

 

ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। সেই সঙ্গে ফুটপাতের অবৈধ হকারদের থেকে কেনাকাটা না করারও পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানী ঢাকার উত্তরায় ডিএনসিসির অঞ্চল- এর সব ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে আহ্বান জানান।

এজাজ বলেন, গণশুনানিতে দুটি কমন অভিযোগ  পাওয়া যায়। একটি ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা, আরেকটি ফুটপাত রাস্তার অবৈধ হকার উচ্ছেদ করা। ব্যাটারিচালিত অটোরিকশা দেশের সব জায়গায় অবৈধ। সবাই বলছেন ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করার কথা বললেও নিজেরাই আবার অবৈধ যানবাহনে চড়ছেন। তাই সবাইকে আহ্বান করছি আপনারা অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশায় চড়বেন না, আপনারা না চড়লে নিরুৎসাহিত হবে তারা।

প্রধান সড়কে অটোরিকশা রিকশা চলতে পারবে না বলে ডিএনসিসি থেকে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। অপরদিকে ফুটপাতের অবৈধ হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন, ঢাকা শহরে প্রতিটি এলাকায় বাজার, মার্কেট আছে। তাই দয়া করে ফুটপাতের রাস্তার অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করে বাজার থেকে মার্কেট থেকে কেনাকাটা করুন।  জনগণের সহযোগিতা পেলে   সমস্যা সমাধান করা সহজ হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর