পঞ্চগড়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

পঞ্চগড় প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫

পঞ্চগড়ে একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। এতে নিজের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মৎস চাষী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের বিষমনি শিখনাথ এলাকায়।

জানা যায়, তিন বছরের চুক্তিতে এক একর ২৩ শতক জমির ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন ভুক্তভোগী মৎস্যচাষী। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ দেয়। সকাল থেকেই পুকুরের মাছ মরে ভেসে ওঠে।

ভুক্তভোগী মৎসচাষী আসাদুজ্জামান আপেল বলেন, কিছুদিন আগেই পুকুরে পোনা মাছ ছেড়েছি। প্রতিহিংসামূলক কেউ এই কাজ করেছেন। আমার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান বলেন, ওই মৎস্যচাষী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর