পঞ্চগড়ে যুবলীগ নেতা আকবর আলী পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময় জমির প্রকৃত মালিকদের ভয় দেখিয়ে বা মারধর করে জবরদখল করেছেন অনেক সম্পত্তি। তাছাড়া তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজিসহ হুমকি ও নির্যাতনের অভিযোগ। তার এমন অপকর্মের পেছনে ছিল তার অনুসারী সন্ত্রাসীদের একটি সংঘবদ্ধ চক্র। ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে গেলেও তার দোসর এ নেতা এখনো আগের মতোই প্রভাব বিস্তার করছে এলাকায়। ভুক্তভোগীসহ স্থানীয়দের কাছে থেকে এ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী ভুক্তভোগীসহ স্থানীদের।
আকবর আলী সদর উপজেলা যুবলীগের সহসম্পাদক ও সাতমেরা জোতসওদা এলাকার সাকিমুল হকের ছেলে। এদিকে নিজের বিরুদ্ধে থাকা সব অপকর্মের কথা অস্বীকার করে আকবর আলী বলেছেন, জমিজমা সংক্রান্ত চলমান কিছু ঝামেলার জেরে তাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, আকবর আলীর অপকর্মের কেউ প্রতিবাদ করলে তার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। দোকান থেকে চাঁদা আদায় তার নিত্যদিনের কাজ। সরকার বদলেছে, কিন্তু আকবর আলী আজও সেই আগের মতোই সবকিছু নিয়ন্ত্রণ করছেন এলাকায়।
স্থানীয় তরিকুল ইসলাম নামের এক সেনা কর্মকর্তা বলেন, আকবর আলী দীর্ঘ দিন ধরে তার নয় বিঘা জমি অবৈধভাবে দখল করে রেখেছে। জমিতে গেলে আকবর আলী সন্ত্রাসী কায়দায় তার ওপর হামলা করেছিল। এতে তার মাথায় পনেরোটি সেলাই করা হয়। এর আগেও হত্যার চেষ্টা করেছিল বলে তিনি জানান।এ ঘটনায় মামলা করলেও আকবর আলীকে পুলিশ গ্রেফতার করেননি।
রুস্তম আলী জানান নামে একজন জানান, জোর করে তার বাবার এক একর ত্রিশ শতক জমি দখল করে রেখেছে আকবর আলী। যদিও খতিয়ান অনুযায়ী তারা জমির মালিক। তবুও আকবরের ভয়ে তারা জমিতে যেতে সাহস পান না।
জহিরুল ইসলাম বলেন, আকবর আলী এলাকায় ভূমি দস্যু হিসেবে পরিচিত। তার দ্বারা সাড়ে তিন বিঘা জমি বেদখল হয়ে গেছে তার। আব্দুস সোবহানের বাবার কেনা চল্লিশ শতক জমি আকবর আলী জবর দখল করে রেখেছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান বলেন, আকবর আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে