সরকারের ঘোষণা অনুযায়ী চলমান বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্যসহ ফসলের লাভজনক দাম নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন কিশোরগঞ্জ ক্ষেত মজুর ও কৃষক সংগঠনের লোকজন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) জেলার হোসেনপুর-নান্দাইল সড়কে গোবিন্দপুর চৌরাস্তা বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, প্রতি মণ ধানের দাম ও একজন শ্রমিকের পারিশ্রমিকের মূল্য সমান। এক মণ ধান উৎপাদন করতে ৯০০ থেকে ১ হাজার টাকা খরচ হয়, আবার হাট-বাজারে ৯০০ থেকে ৯৫০ টাকায় প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে। এ কারণে ধানের ফলন ভালো হলেও কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, উৎপাদন ব্যয়ের চেয়ে ধানের দাম কম হওয়ায় অনেক কৃষক আবাদ ছেড়ে দিচ্ছেন। এ বছর সরকারিভাবে প্রতি মণ ধান ১ হাজার ৩৫০ টাকায় কেনার ঘোষণা দেওয়া হলেও অনেক কৃষক তা জানেন না। এ ছাড়া সুবিধাভোগী দালাল ও ফড়িয়াদের প্রভাবে কৃষকেরা সরাসরি সরকারি গোডাউনে ধান-চাল দিতে পারেন না। তাই সরকারিভাবে প্রতিটি ইউনিয়নে ধান কেনার কেন্দ্র চালু করলে কৃষকেরা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের আহ্বায়ক আলাল মিয়া। বক্তব্য দেন- এবাদুল ইসলাম, মো. জমির উদ্দিন, ছোরাব উদ্দিন, আব্দুল আওয়াল, মারফত আলী, কৃষক কামাল উদ্দিন প্রমুখ।
বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে