ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫

সরকারের ঘোষণা অনুযায়ী চলমান বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্যসহ ফসলের লাভজনক দাম নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন কিশোরগঞ্জ ক্ষেত মজুর কৃষক সংগঠনের লোকজন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) জেলার হোসেনপুর-নান্দাইল সড়কে গোবিন্দপুর চৌরাস্তা বাজারে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, প্রতি মণ ধানের দাম একজন শ্রমিকের পারিশ্রমিকের মূল্য সমান। এক মণ ধান উৎপাদন করতে ৯০০ থেকে হাজার টাকা খরচ হয়, আবার হাট-বাজারে  ৯০০ থেকে ৯৫০ টাকায় প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে। কারণে ধানের ফলন ভালো হলেও কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, উৎপাদন ব্যয়ের চেয়ে ধানের দাম কম হওয়ায় অনেক কৃষক আবাদ ছেড়ে দিচ্ছেন। বছর সরকারিভাবে প্রতি মণ ধান ১ হাজার ৩৫০ টাকায় কেনার ঘোষণা দেওয়া হলেও অনেক কৃষক তা জানেন না। ছাড়া সুবিধাভোগী দালাল ফড়িয়াদের প্রভাবে কৃষকেরা সরাসরি সরকারি গোডাউনে ধান-চাল দিতে পারেন না। তাই সরকারিভাবে প্রতিটি ইউনিয়নে ধান কেনার কেন্দ্র চালু করলে কৃষকেরা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন।

 ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্ষেতমজুর কৃষক সংগঠনের আহ্বায়ক আলাল মিয়া। বক্তব্য দেন- এবাদুল ইসলাম, মো. জমির উদ্দিন, ছোরাব উদ্দিন, আব্দুল আওয়াল, মারফত আলী, কৃষক কামাল উদ্দিন প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর