করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৫০৪২, মৃত্যু ৪৫

৩১ মার্চ ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৪২ জনের। একই সময়ে ৪৫ জন করোনা রোগী মারা গেছেন। করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ১৬২ জন। মঙ্গলবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জনের। এর মধ্যে  মারা গেছেন আট হাজার ৯৯৪ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪০ হাজার ১৮০ জন। এখন পর্যন্ত ৪৬ লাখ ৪৩ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয় ২৭ হাজার ৩৫০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয় ২৬ হাজার ৬২০টি।  ১৮ দশমিক ৯৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ, নারী ১৭ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৩৭ জন, চট্টগ্রামে তিন জন, রাজশাহীতে দুই জন, খুলনায় দুই জন এবং সিলেটে একজন এবং সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমকে

 

 

 

 

 


মন্তব্য
জেলার খবর