পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ২০০টি জিপ গাড়ি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ জিপ গাড়ি কেনায় মোট বরাদ্দ ১৭২ কোটি টাকা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্ব করেন।
এ বৈঠকে বিটিএমসি’র নিয়ন্ত্রণাধীন টাঙ্গাইল কটন মিলসের ১.৩৬ একর জমি বিক্রয়, স্মার্ট কার্ড ও পার্সোনালাইজেশন এবং ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত লেখা মুদ্রণ কাজের নীতিগত অনুমোদনও দেওয়া হয়। দিয়েছে কমিটি।
বৈঠক সূত্রে জানা গেছে, ডাবল কেবিনের এ জিপ গাড়ি প্রতিটির একক মূল্য ৮৬ লাখ টাকা ধরা হয়েছে। সে হিসেবে ২০০টি পিকআপ ক্রয়ে ব্যয় হবে ১৭২ কোটি টাকা।
বিডি২৪অনলাইন/এনই/এমকে