মন্তব্য
স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে গর্বিত বলিউড তারকা সানি লিওন ।সানি জানতে পেরেছেন তার স্বামী মাঝরাস্তায় এক মহিলাকে সাহায্য করেন। সেই ভিডিওই সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন সানি লিওন।
একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ড্যানিয়েলের সঙ্গে ফিরছিলেন সানি। তখনই রাস্তায় এক মহিলাকে দেখতে পান তারকা দম্পতি। গাড়ির চাকা একা বদলাতে পারছিলেন না তিনি। তাকে সাহায্যের জন্য এগিয়ে যান ড্যানিয়েল। গাড়িতে বসে এই পুরো ভিডিওটি শুট করেন সানি।
শুট করতে করতে সানি বলেন, ‘একজন ভদ্র পুরুষ এমনটাই করবেন। ড্যানিয়েল একজন মহিলাকে গাড়ির চাকা বদলাতে সাহায্য করছে।’