মন্তব্য
এক ঢিলে ২ পাখি মারছেন কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। মেতে উঠেছেন হোলির রঙিন খেলায়। অন্যদিকে শুটিংও করছেন। দীর্ঘদিন পর শুরু হয়েছে তার ওয়েব সিরিজ ‘পাপ’র দ্বিতীয় সিজনের কাজ।
অভিনেত্রী মুম্বাই ছেড়ে আপাতত কলকাতায়। ‘হইচই’-য়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাপ ২’-এর শুটিং উপলক্ষে। এই সিরিজে তিনিই কেন্দ্রীয় চরিত্র ‘পার্বণী’ হিসেবে অভিনয় করছেন। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ২০ মার্চ থেকে তিনি ক্যামেরার মুখোমুখি। পুরোদমে কাজ চলছে।