মন্তব্য
ব্রাজিলে মন্ত্রিসভায় রদবদল করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। ছয়জন মন্ত্রিকে তার পদ থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
দু’বছর আগে দেশটির প্রেসিডেন্ট হিসেবে বোলসোনারোর ক্ষমতা গ্রহণের পর দেশটিতে এটাই সবচেয়ে বড় রদবদলের ঘটনা।
দেশটির পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই মন্ত্রীকেও বদল করা হয়েছে। গত কয়েক সপ্তাহে ব্রাজিলের করোনা পরিস্থিতি আবারও খারাপ হতে শুরু করেছে। এর মধ্যেই মন্ত্রিসভায় রদবদলের ঘটনা ঘটল।
বিবিসি