গণপরিবহনে ভাড়া বাড়লো ৬০শতাংশ

৩১ মার্চ ২০২১

বুধবার (৩১ মার্চ) থেকে সারা দেশে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।  আগামী দুই সপ্তাহ পর্যন্ত বর্ধিত ভাড়া বলবৎ  থাকবে। করোনা সংক্রমণ ঠেকাতে গণপরিবহনের  মোট আসনের ৫০ শতাংশ ফাকা রেখে চলাচলের সিদ্ধান্ত হওয়ায় এই ভাড়া বাড়ানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  সংসদ ভবনে বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে মঙ্গলবার (৩০ মার্চ) এই ভাড়া বাড়ানোর ঘোষণা দেন।

ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে।  স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চালাতে হবে। গণপরিবহনে শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়ে মন্ত্রী গণপরিবহনের মালিক শ্রমিকদের এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন।

এমকে


মন্তব্য
জেলার খবর