রংপুর সিটি করপোরেশন ঘেরাও করবেন ব্যবসায়ীরা

৩১ মার্চ ২০২১

রংপুর সংবাদদাতা

আগামী ৫ এপ্রিল রংপুর সিটি করপোরেশন ঘেরাও করবেন রংপুর সিটি বাজারের ব্যবসায়ীরা। আর ৭ এপ্রিল আধাবেলা দোকানপাট বন্ধ রাখবেন তারা। বুধবার (৩১ মার্চ) সংবাদ সম্মেলন এই কর্মসুচি ঘোষণা  করেন সিটি বাজার ব্যবসায়ী কমিটির নেতারা।  ৩৪ বছর ধরে  এই বাজারের উন্নয়ন না করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবু। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই বাজার উত্তরবঙ্গের একটি বৃহৎ বাজার, এখানে প্রতিদিন ৬০-৭০ হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। কিন্তু জলাবদ্ধতা, রাস্তা ভাঙা, ড্রেনেজ সমস্যা, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিংসহ বাজারটি নানা সমস্যায় জর্জরিত।জনদুর্ভোগের বিষয়টি শতাধিকবার রংপুর সিটি করপোরেশনকে জানালেও কোন উন্নয়ন হয়নি কিংবা সঙ্কট সমাধানে কোন উদ্যোগ নেওয়া হয়নি। অথচ প্রতিবছর এই বাজার থেকে সিটি করপোরেশন প্রায় কোটি টাকা আয় করে। সেই আয় থেকে ৪০% বাজারের উন্নয়নে ব্যয় করলে কোন সমস্যা থাকার কথা না। এই সময় সংগঠনটির সভাপতি মোস্তফা কামালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

আরআই/এমকে

 


মন্তব্য
জেলার খবর