এখন দো‘চালা ঘরে থাকবেন বিধবা কমেলা

৩১ মার্চ ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
নাম কমেলা খাতুন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের বাসিন্দা তিনি। স্বামী জোয়াদ আলীকে হারিয়েছেন ৪৮ বছর আগেই, বিয়ের চার বছর পর। সাপের কামড়ে মারা যায় জোয়াদ আলী। স্বামী মৃত্যুর পর আর সংসার পাতেননি,  স্বামীর স্মৃতিকে আঁকড়ে ধরে বসবাস করেন স্বামীর ভিটায়। স্বামী ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী। নিঃস্ব ৬৫ বছর বয়সী কমেলার নেই কোন সন্তান, এতোদিন  বসবাস করতেন ভাঙ্গাচুরা খুপরি ঘরে। কিন্তু এখন থেকে বসবাস করবেন দো’চালা টিনে ঘরে।


ঘর পেয়ে বৃদ্ধা কমেলা অনেক খুশি। নিজেদের সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগীতায় ৭৫ হাজার টাকা খরচে এই ঘরের ব্যবস্থা করে দিয়েছে স্থানীয় সামাজিক স্বেচ্ছসেবী সংগঠন  ইয়থ ডেভলপমেন্ট ফোরাম। দীর্ঘদিন মানবেতর জীবন-যাপন করলেও কমেলার ভাগ্যে জোটিনি সরকারী সাহায্য-সহযোগিতা।  ঘর পেলেও জীবিকা নিয়ে শঙ্কিত বয়সের ভারে ন্যব্জু কমেলা খাতুন। বললেন, অন্যের বাড়ী কাজ আর হাঁস-মুরগী পালন করে কোনও মতো জীবন কাটিয়েছি। এখন শরীরের শক্তি সামর্থ না থাকায় আর কাজ করতে পারি না।


এসএম/এমকে

 


মন্তব্য
জেলার খবর