সুস্থ হয়ে উঠেছেন ইমরান খান

০১ এপ্রিল ২০২১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। তিনি ইতোমধ্যেই কাজকর্মও শুরু করে দিয়েছেন। মঙ্গলবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক সপ্তাহের বেশি সময় আগে ইমরান খান করোনায় আক্রান্ত হন। প্রধানমন্ত্রী ইমরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিনেটর ফয়সাল জাভেদ খান এক টুইট বার্তায় তার সুস্থ হয়ে ওঠার খবর নিশ্চিত করেন।

গত ২০ মার্চ ৬৮ বছর বয়সী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির করোনা পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তারা কোয়ারেন্টাইনে ছিলেন। 


মন্তব্য
জেলার খবর