দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও কমছে টিকা গ্রহীতাদের সংখ্যা। আগের দিনের তুলনায় বুধবার (৩১ মার্চ) টিকাগ্রহীতার সংখ্যা কমেছে সাড়ে পাঁচ হাজারের বেশি।বুধবার (৩১ মার্চ) সারাদেশে ৫০ হাজার ৭৫২ জন টিকা নিয়েছেন। শুধু বুধবারই নয়, গত কয়েকদিন ধরেই টিকাগ্রহীতার সংখ্যা আগের দিনের তুলনায় কমছে। এখন পর্যন্ত সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৫৩ লাখ ৭০ হাজার ৪৩১ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে, ২৯ মার্চ টিকা নিয়েছেন ৫৬ হাজার ৪৩১ জন, ২৮ মার্চ ৫৮ হাজার ৪২৪ জন, ২৭ মার্চ ৬৫ হাজার ৩৬৮ জন,২৫ মার্চ ৭০ হাজার ৪০৭ জন ও ২৪ মার্চ ৭৮ হাজার ৮১৭ জন। শুক্রবার সাপ্তাহিক ছুটি ও অন্য সরকারি ছুটির দিনে টিকা দেওয়া হয় না।
৭ ফেব্রুয়ারি টিকাদান কর্মসুচি শুরু হয় সারা দেশে। শুক্রবার ও অন্য সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয় সরকারি হাসপাতালে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মোট টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৩৯ হাজার ২৯৮ জন এবং নারী ২০ লাখ ৩১ হাজার ১৩৩ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩৩ জনের। বিভাগভিত্তিক টিকা নিয়েছেন ঢাকায় ১৬ লাখ ৬১ হাজার ৫৫৭ জন, ময়মনসিংহে দুই লাখ ৬০ হাজার ৭৮৪ জন, চট্টগ্রামে ১০ লাখ ৮১ হাজার ১০৪ জন, রাজশাহীতে ছয় লাখ ১১ হাজার ৯২১ জন, রংপুরে পাঁচ লাখ ৪৭ হাজার ৮৪৮ জন, খুলনায় ছয় লাখ ৯৪ হাজার ২০ জন, বরিশালে দুই লাখ ৩৫ হাজার ৫১৮ জন ও সিলেটে দুই লাখ ৭৭ হাজার ৬৭৯ জন। বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৬৮ লাখ দুই হাজার ৪৪২ জন।
এমকে