মন্তব্য
বিশ্বের প্রথম আন্তর্জাতিক কোম্পানি হিসেবে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডে (ডব্লিউডব্লিউএফ) স্বাক্ষর করেছে গুগল, বিএমডব্লিউ, ভলভো ও স্যামসাং এসডিআই। গভীর সমুদ্রে খনন স্থগিতের আহ্বান জানাতে ডব্লিউডব্লিউএফে স্বাক্ষর করেছে এই কোম্পানিগুলো।
এই স্বাক্ষরের আহ্বানের আওতায়, কোম্পানিগুলো সমুদ্র তলদেশ থেকে কোনো কাঁচামাল না নিতে, তাদের সাপ্লাই চেইনে খনিজ ব্যবহার না করতে ও গভীর সমুদ্রে খননের কর্মকাণ্ডে বিনিয়োগ না করতে অঙ্গীকার করেছে।
গভীর সমুদ্রে খননের মাধ্যমে কোবাল্ট, তামা, নিকেল ও ম্যাঙ্গানিজ সংগ্রহ করা হয়। এগুলো সাধারণ ব্যাটারি তৈরির কাজে ব্যবহৃত হয়।
রয়টার্স