করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৩৫৮, মৃত্যু ৫২

০১ এপ্রিল ২০২১

গত ২৪ ঘণ্টায়  দেশে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩৫৮ জনের।একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ৫২ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২১৯ জন। বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ১১ হাজার ২৯৫ জনের। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৪৬ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ৩৯৯ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি। শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয় ২৬ হাজার ৬৭১টি, পরীক্ষা করা হয় ২৬ হাজার ৯৩১টি।  শনাক্তের হার ১৯ দশমিক ৯০। মারা যাওয়া ৫২ জনের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী ১৪ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৩৪ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহী ও খুলনায় তিন জন করে, সিলেটে  দুই জন ও রংপুর  একজন আছেন। হাসপাতালে ৫১ জন এবং বাড়িতে একজন মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর