চলতি একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) । অধিবেশন শুরু হবে বেলা ১১টায়, চলবে আরও দুই দিন (শনি ও রবিবার)। করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলবে অধিবেশন, নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ শনাক্ত হওয়া সংসদ সদস্যরাই কেবল অধিবেশনে যোগ দিতে পারবেন। গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহবান করেন।
প্রথমদিনের বৈঠক শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়েই শেষ হবে। চলমান সংসদের কোনও সদস্য মারা গেলে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবির রেওয়াজ রয়েছে। এই সংসদের সদস্য সিলেট-৩ আসনের মাহমুদুস সামাদ চৌধুরী (কয়েস) গত ১১ মার্চ মারা গেছেন। অধিবেশনে ৯টি বিল উত্থাপিত হতে পারে বলে সুত্রে জানা গেছে।
এদিকে বিদ্যমান করোনা পরিস্থিতিতে অধিবেশন ঘিরে স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সংসদ সচিবালয়। অধিবেশন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের সংসদে আসতে নিষেধ করা হয়েছে। সংসদ ভবনে দর্শনার্থী এবং গণমাধ্যমকর্মীদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা নেগিটিভ শনাক্ত হওয়া কর্মকর্তা-কর্মচারী অধিবেশন চলাকালে সংসদে দায়িত্ব পালন করবেন। এজন্য সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের সংসদের মেডিক্যাল সেন্টারের মাধ্যমে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি শেষ হয় চলতি সংসদের একাদশ অধিবেশন। সংবিধানে সংসদের দুটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। তাই এই অধিবেশন ডাকতে হয়েছে।
এমকে