লঘুচাপের প্রভাবে যশোর, কুষ্টিয়া, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ বৃহস্পতিবার। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।।তবে বৃ্ষ্টির কোনও পূর্বাভাস নেই রাজধানী ঢাকায়। আগামী শনিবার থেকে সারাদেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।বুধবার পূর্বাভাসে এমনটাই জানিয়ে আবহাওয়া সংশ্লিষ্টরা।
তাপপ্রবাহ বইছে খুলনা,পাবনা, গোপালগঞ্জ ও ফরিদপুরে। বৃষ্টি না হলে তাপমাত্রা খুব একটা কমবে না। সিলেট ও ময়মনসিংহের বেশ কয়েকটি এলাকায় দুই-তিন দিন ধরে ঝড়-বৃষ্টি হচ্ছে। ঝড়বৃষ্টি যেসব এলাকায় হচ্ছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহসহ আশপাশের এলাকাগুলোতে তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।সর্বোচ্চ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে, ২৮ মিলিমিটার। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
এমকে