জিডিপি প্রবৃদ্ধি হবে তিন দশমিক ছয় শতাংশ

০১ এপ্রিল ২০২১

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি হবে তিন দশমিক ছয় শতাংশ। আশার চেয়েও বেশি প্রবাসী আয় আসায় একই কথা বলছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক ভাবছে- আগামী ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি) প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক এক শতাংশ।আর ২০২২-২৩ অর্থবছরে এই প্রবৃদ্ধি হবে ছয় দশমিক দুই শতাংশ।
দক্ষিণ এশিয়ার আটটি দেশ নিয়ে  এই সংক্রান্ত এক প্রতিবেদনে বিষয়টি  জানিয়েছে বিশ্বব্যাংক। বুধবার (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস’ শীর্ষক  প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। গত জানুয়ারির প্রতিবেদনে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এক দশমিক সাত শতাংশ হবে বলে প্রক্ষেপণ দিয়েছিল বিশ্বব্যাংক ।
ভারতের জিডিপি প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ১০ দশমিক ১ শতাংশ। বিশ্বব্যাংক জানিয়েছে, নেপালে ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৭ শতাংশ। পাকিস্তানের ক্ষেত্রে এটা হতে পারে ২ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর