সূচকে পতন, কমেছে লেনদেন

০১ এপ্রিল ২০২১

মূল্য সূচকের ব্যাপক পতনে বুধবার (৩১ মার্চ) লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) । পরিমাণও কমেছে টাকার অঙ্কে লেনদেনের। শেয়ার লেনদেন হয়েছে ৩৪৮টি কোম্পানির । এর মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত ছিল ৮০টির।

বুধবার লেনদেন হয় ৫৬০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট । আগের কার্যদিবসে   এর পরিমাণ ছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকা। বুধবার প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭৮ পয়েন্টে, ডিএসই৩০ সূচক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস  সূচক ১৬ পয়েন্ট কমেছে। এক লাখ ২১ হাজার ৬৪২ বারে ১৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৯৩০টি শেয়ার হাতবদল হয়।টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি বা বেক্সিমকো। ৫০ শতাংশ বেড়ে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে ছিল দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর