বোমার ভয় দেখিয়ে ব্যাংকের টাকা আদায়ের চেষ্টাকালে যুবক আটক

৩১ মার্চ ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

ব্যাংকে প্রবেশ করে বোমার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাকালে তারেকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় থাকা ট্রাস্ট ব্যাংকের শাখা থেকে তাকে আটক করা হয়। তারেকুল ইসলাম কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা।

পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে ওই যুবক ব্যাংকে ঢুকে প্রায় এক ঘণ্টা অবস্থান করে। এরপর নিজের কাছে বোমা আছে বলে ব্যাংকের কর্মকর্তাদের ভয় দেখায়, ব্যাংক কর্মকর্তাদের কাছে টাকা দাবি করে।ব্যাংক থেকে ঘটনাটি পুলিশকে জানানো হলে সাড়ে ৫টার দিকে ব্যাংক এলাকা ঘিরে ফেলে পুলিশ।

সিএমপির বন্দর জোনের এডিসি অলক বিশ্বাস জানান, বোমা সদৃশ্য একটি পারফিউমের বোতল নিয়ে সেটাকে বোমা বলে সে আতঙ্ক ছড়িয়ে টাকা আদায় করতে চেয়েছিল আটক ব্যক্তি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান  ইপিজেড থানা পুলিশ। 

এদিকে ব্যাংকে বোমা হামলা হবে সন্দেহে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  ব্যাংকে আগত গ্রাহক ও স্টাফরা জিম্মি হয়ে পড়ে কিছুক্ষণের জন্য। খবর পেয়ে স্থানীয়রাসহ পুলিশ পুরো ভবন ঘিরে রাখে। সিএমপির বোমা ডিসপোজাল ইউনিটসহ সোয়াত সদস্যরা অভিযানে নামে। এসময় র‌্যাব সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়।

ডিকেটি/এমকে


মন্তব্য
জেলার খবর