চট্টগ্রাম সংবাদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা গেছেন নুর মুহাম্মদ নামের এক বৃদ্ধ।বুধবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার জঙ্গল গুনাগরি কেইসছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৬০ বছর বয়সী নুর মুহাম্মদ পূর্ব গুনাগরী গ্রামের দেওয়ান আলীর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজের লিচু বাগানে কাজ করার সময় পাহাড় থেকে নেমে আসা একটি হাতি পেছন থেকে নুর মোহাম্মদকে আক্রমণ করে। এতে তার শরীরের বিভিন্ন অংশ থেঁথলে যায়, ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কালীপুর রেঞ্জ অফিসার মুহাম্মদ আলাউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য উর্ধ্বতন কতৃর্পক্ষকে অবহিত করা হবে।তিনি জানান, বন্যহাতির আক্রমণে তারা খুবই অতংকিত । বন্যহাতি মানুষের ঘরবাড়ি, ফসলের ক্ষতি এবং বন বিভাগের বাগান নষ্ট করছে প্রতিনিয়ত, মানুষের প্রাণহানির ঘটনাও ঘটছে এই প্রাণির আক্রমনে। ইদানিং সাধনপুর ও কালীপুর এলাকায় বন্যহাতি লোকালয়ে বেপরোয়া হয়ে বারবার আক্রমণ করছে। অনেক সময় বন অফিস এলাকায়ও হাতি চলে আসে।
ডিকেটি/এমকে