কিছুটা কমেছে নিত্যপণ্যের দাম

২২ জানুয়ারী ২০২২

দীর্ঘদিন চড়া থাকার পর কিছুটা কমেছে কিছু নিত্যপণ্যের দাম। তবে দু-একটি নিত্যপণ্যের দাম বাড়ায় বাজারে এখনও পুরোটা স্বস্তি ফেরেনি ভোক্তা পর্যায়ের ক্রেতাদের মাঝে। দাম কমার তালিকায় আছে খোলা আটা, মসুর ডাল (বড় দানা), সরু চালসহ শীতকালীন কিছু সবজির দাম। পক্ষান্তরে বৃদ্ধির তালিকায় আছে সয়াবিন ও ডিমের দাম। ব্রয়লার মুরগীর দাম কমলেও অপরিবর্তিত আছে মাছ-মাংসের দাম।

শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারের তথ্যানুযায়ী, সরু চাল ও খোলা আটায় দাম কমেছে কেজিতে দুই টাকার মতো। বড় দানার মসুর ডালে কমেছে কেজিতে ৫ টাকা। হালিতে দুই টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। আর লিটারে ৫ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম।

শুক্রবার দেশি পেঁয়াজের কেজি ভালো মানেরটা ৩০ টাকা ও ছোট আকারেরটা ২০-২৫ টাকা, আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৪৫-৫০ টাকা দরে বিক্রি হয়। এর আগে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল দেশি পেঁয়াজ। নতুন পেঁয়াজের ভরা মৌসুম শুরু হওয়ায় বাজারে আমদানি প্রচুর, তাই পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

কেজিতে ৩-৫ টাকা দাম কমেছে আলুর দর। গত সপ্তাহে ৮০ টাকা দরে বিক্রি হওয়া শসার কেজি বিক্রি হয় ৪০ টাকায়। ৪০-৫০ টাকার পাকা টমেটো ২০-৩০ টাকা ও ৩০-৪০ টাকার গাজর বিক্রি হয় ২০-৩০ টাকা কেজি দরে। কেজি প্রতি শিম ৬০-৮০ টাকা, শালগম (ওল কপি) ৩০-৪০ টাকা, বরবটি ৫০-৭০ টাকা, প্রতি পিস ফুলকপি ৪০-৬০ টাকা ও লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হয়। শাকের আঁটি লাল ১০-১৫ টাকা, মুলা ১০-১৫ টাকা ও পালং ১৫-২০ টাকায় বিক্রি হয়।

এদিকে টানা দুই সপ্তাহে ৩০ টাকার মতো কমেছে ব্রয়লার মুরগির দাম। শুক্রবার এ মুরগি বিক্রি হয় ১৭০-১৭৫ টাকা কেজি দরে। এছাড়া কেজি প্রতি সোনালি মুরগি ২৪০-২৮০ ও লাল লেয়ার ২৪০-২৫০ টাকা, শোল মাছ ৪০০-৬০০ টাকা, তেলাপিয়া ও পাঙাশ ১৫০-১৭০ টাকা, রুই ও কাতল ৩০০-৪৫০ টাকা, শিং ও টাকি ২৫০-৩৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর