মন্তব্য
ছোট্ট দুই শিশুকে ফেলে দেওয়া হয়েছে ১৪ ফুট উঁচু সীমান্ত দেয়াল থেকে। শিশু দুটোকে রেখে এরপর পালিয়ে গেছেন ফেলে দেওয়া ব্যক্তিরা। ঘটনা ইকুয়েডরের যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দেয়ালে। পরে সিসিটিভি ক্যামেরা থেকে শিশুগুলোকে দেখে উদ্ধার করে ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশান (সিবিপি)।
সিবিপি একটি বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে সান্তা তেরেসা এজেন্টের ক্যামেরায় তারা দেখতে পান দুজন স্মাগলাররা দুটি শিশুকে ১৪ ফুট উঁচু দেয়াল থেকে নিচে ফেলে দিচ্ছে। তাদের ফেলে দিয়েই স্মাগলাররা পালিয়ে যায়। এরপর তারা শিশু দুটোকে উদ্ধার করে সিবিপি স্টেশনে নিয়ে আসে।
এবিসি নিউজ