মন্তব্য
নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সানা খান। তাতে দেখা গেছে, স্বামী গুজরাটের মুফতি আনাসের সঙ্গে দুবাইয়ে গিয়েছেন তিনি। বুর্জ আল খলিফার ওপরের রেস্তোরাঁয় বসে সোনায় মোড়া কাপে কফি খাচ্ছেন সানা। তার সঙ্গে আরো রকমারি খাবার।
ওই ছবির ক্যাপশনে সানা লেখেন, ‘আমার স্বামী আমাকে সারপ্রাইজ দিয়েছে। বুর্জ খলিফায় ব্রেকফাস্ট আর গোল্ড প্লেটেড কফি!’ বৃহস্পতিবার শেয়ার করা ওই ছবিতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। নেট দুনিয়ায় অনেকেই সানা খান ও তার স্বামীর প্রশংসা করেছেন।