পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন চিত্রনায়িকা পায়েল সরকার। নিয়ম অনুযায়ী সম্পদের পরিমাণ উল্লেখ করে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন তিনি।
পায়েলের বার্ষিক আয় ২০১৮-১৯ সালে ছিল ১৮ লাখ ১০ হাজার ৬৫৮ ভারতীয় রুপি। আর ২০১৯-২০ সালে তা কমে হয়েছে ১৪ লাখ ৩৮ হাজার ৩৪৭ টাকা। ভারতের দুটি ব্যাংকে তার তিনটি একাউন্ট রয়েছে। যার মধ্যে একটি ৫০ হাজার, অন্যটিতে ৩, ৩৭৫ রুপি এবং আরেকটিতে ১১ হাজার রুপি রয়েছে।
এছাড়া পায়েল সরকারের কাছে আছে ২ লাখ ৫০ হাজার রুপি সমমানের সোনা। আর বাইপাসের পাশে আরবানা কমপ্লেক্সে রয়েছে অভিনেত্রীর বিশাল ফ্ল্যাট। ১৬ হাজার বর্গফুটের ওই ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ ভারতীয় রুপি। নিজের জন্য একটি অডি গাড়ি কিনেছেন এ নায়িকা। তার জন্য তাকে গুনতে হয়েছে সবমিলিয়ে ১৬ লাখ রুপি।
জি নিউজ