গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৪৬৯ জনের। একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ৫৯ জন, করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩৯ জন। বৃহস্পতিবার (১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জনের। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ১০৫ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪টি। শনাক্তের হার ১৩ দশমিক ১৫।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ২৮ হাজার ১৯১টি, পরীক্ষা হয়েছে ২৮ হাজার ১৯৮টি। শনাক্তের হার ২২ দশমিক ৯৪।মারা যাওয়া ৫৯ জনের মধ্যে পুরুষ ৩৫ জন, নারী ২৪ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৪০ জন, চট্টগ্রাম ও সিলেটে পাঁচ জন করে, রাজশাহী ও রংপুরের দুই জন করে, খুলনায় চার জন এবং বরিশালে একজন আছেন। হাসপাতালে ৫৭ জন আর বাড়িতে মারা গেছেন দুই জন।
এমকে