আমি সবসময়ই খুব পজিটিভ : আফসানা মিমি

০২ এপ্রিল ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও অভিনেত্রী আফসানা মিমি।  বৃহস্পতিবার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই পাঠিয়েছেন বার্তা। সে বার্তা ফেসবুকে পোস্ট করেছেন তারই সহকর্মী লেখক নজরুল সৈয়দ।

আফসানা মিমি লিখেছেন- 'সারাজীবন সবার ভালোবাসা পেয়েছি। যখন কোনো বিপদ এসেছে জীবনে, সবাই পাশে থেকেছেন। গত ৯ দিন হলো আমি করোনা পজিটিভ। সৃষ্টিকর্তার অসীম দয়ায় আমি ভালো আছি। আজ BSMMU তে অ্যাডমিশন নিলাম। 

ভাবলাম ৮৪ বছরের বাবা আর কতোদিন ঘরবন্দী থাকবেন? বরং আমি হাসপাতালে থেকে ট্রিটমেন্ট নি। বাবাও একটু বাড়ির মধ্যে আরাম করে হাঁটা চলা করুন আর বাড়ির কাজে যারা সাহায্য করেন তারাও আরেকটু নিরাপদ থাকুন। তাহলে আমারও এর চেয়ে বিপদের সম্ভাবনা থাকবে না। 

সবাই হাসপাতালের কথা শুনলে ভয় পেয়ে যাবেন বা চিন্তা করবেন, তাই সুহৃদ নজরুল সৈয়দের মাধ্যমে সবাইকে বলতে চাই আমি খুব ভালো আছি। এখন আছি বাংলাদেশের সেরা জায়গায়।

আর ভালো কথা, আমি কিন্তু শুধু করোনা পজিটিভ না, আমি সবসময়ই খুব পজিটিভ।

অনন্ত ভালোবাসা
আফসানা মিমি'

 


মন্তব্য
জেলার খবর