‘শান’ সিনেমা নিয়ে আশাবাদী পূজা। তিনি মনে করেন, সিয়াম-পূজা জুটির এই সিনেমা দেখে দর্শক বলবে আগের দুই সিনেমা থেকে বেশি ভালো। বুধবার নিজের ফেসবুকে নিয়ে লম্বা স্ট্যাটাস দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে পূজা লিখেছেন, কীভাবে শুরু করব বুঝতে পারছি না। ‘শান’ নিয়ে কিছু লিখব ভেবেছিলাম। কিন্তু লিখতে বসে সব গুলিয়ে যাচ্ছে। কত স্মৃতি জমা হয়ে আছে ‘শান’ নিয়ে। আমি জানি এ সিনেমার প্রতি সবার আগ্রহ আছে। প্রত্যেক সিনেমার পিছনে থাকে অনেক শ্রম, কষ্ট। একটি ভালো সিনেমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি।’
পূজা লেখেছেন, খুব কম মানুষ আছে যারা জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করে। ‘শান’ সিনেমায় সিয়াম আহমেদ শুধু একটি ভালো শট দেয়ার জন্য অনেক ঝুঁকি নিয়েছে। আমিও নিয়েছি। ঝুঁকি নিয়েছে আমাদের সম্পূর্ণ ইউনিট। শুধু মাত্র একটি ভালো শটের জন্য।