মন্তব্য
'রা-ওয়ান' ছবির প্রচারের সময়ে একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, তাকে সুহানা ধূমপানের জন্য বকাবকি করেছেন। তিনি বলেছিলেন, আমি প্রতিটি প্ল্যাটফর্মে এটি বলতে চাই যে, সবকটি ছবিতে আমি মানুষকে ধূমপান নিয়ে সাবধান করি। কিন্তু তবুও নিজে ছাড়তে পারি না।
শাহরুখ বলেন, এর জন্য আমি লজ্জিত বোধ করি। কিন্তু আমি সত্যিই ছাড়তে চাই। তবে সময় পাই না। শাহরুখ আরো বলেছিলেন, ধূমপান বন্ধ করতে সময়ের দরকার পড়ে। আজ আমার মেয়ে আমায় বলেছে বাবা, তুমি বলেছিলে ধূমপান ছেড়ে দেবে! আমি অনেকটাই ধূমপান কমিয়ে দিয়েছি। এক দিনে মাত্র বারবার ধূমপান করি। আরো কমানোর চেষ্টা করব এই মাসের মধ্যে।