মন্তব্য
'অদম্য সাহস! তবে গর্জে ওঠো' এই স্লোগান নিয়ে ত্রয়ী গ্রুমিং নিয়ে আসছে তরুণ সমাজকে মেলে ধরার এক অনন্য রিয়ালিটি শো ‘বিডি এক্সট্রিম'। এ রিয়ালিটি শো এর ভিডিও টিজার উন্মোচন হলো ত্রয়ী গ্রুমিং একাডেমিতে।
তারুণ্যের অদম্য সাহস আর অসাধারণ মেধা, এই কথাটা মাথায় রেখে এই রিয়ালিটি শোটি সাজানো হচ্ছে। মূলত সারাদেশে ছড়িয়ে থাকা অদম্য সাহসী ছেলে মেয়েদের এক জায়গায় নিয়ে এসে একটা প্রতিযোগিতার মাধ্যমে তাদের তুলে ধরা এ রিয়ালিটি শো এর উদ্দেশ্য।
আগামী ২ এপ্রিল থেকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে ১৮ থেকে ২৯ বছর বয়সী যে কেও এখানে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন লিংকটি বিডি এক্সট্রিম ফেসবুক পেইজে পাওয়া যাবে।