সাধারণ মানুষের মধ্যে করোনার টিকা গ্রহণের আগ্রহ কমছে। টানা গত কয়েকদিন ধরেই আগের দিনের তুলনায় টিকাগ্রহণকারীর সংখ্যা কমছে, আগের দিনের তুলনায় বৃহস্পতিবার (১ এপ্রিল) এই সংখ্যা কমেছে আট হাজারের বেশি, টিকা নিয়েছেন ৪২ হাজার ৩৬০ জন।এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫৪ লাখ ১২ হাজার ৭৯১ জন।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুসারে, বুধবার (৩১ মার্চ) ৫০ হাজার ৭৫২ জন, ৩০ মার্চ ৫৬ হাজার ৪৩১ জন, ২৯ মার্চ ৫৬ হাজার ৪৩১ জন, ২৮ মার্চ ৫৮ হাজার ৪২৪ জন, ২৭ মার্চ ৬৫ হাজার ৩৬৮ জন ও ২৫ মার্চ ৭০ হাজার ৪০৭ জন এবং ২৪ মার্চ ৭৮ হাজার ৮১৭ জন টিকা নেন।
১ এপ্রিল টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৪ হাজার ২৯৬ জন, আর নারী ১৮ হাজার ৬৪ জন। আর মোট টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৬৩ হাজার ৫৯৪ জন, নারী ২০ লাখ ৪৯ হাজার ১৯৭ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩৬ জনের। বিভাগ ভিত্তিক টিকা নিয়েছেন ঢাকায় ১৬ লাখ ৭২ হাজার ৭৪৯ জন, ময়মনসিংহে দুই লাখ ৬৩ হাজার ৭০৭ জন, চট্টগ্রামে ১০ লাখ ৮৯ হাজার ৬৮৫ জন, রাজশাহীতে ছয় লাখ ১৮ হাজার ২৫৪ জন, রংপুরে পাঁচ লাখ ৫৪ হাজার ৩৪৫ জন, খুলনায় ছয় লাখ ৯৭ হাজার ৫১৭ জন, বরিশালে দুই লাখ ৩৬ হাজার ২৬৬ জন ও সিলেটে দুই লাখ ৮০ হাজার ২৬৮ জন । বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৬৮ লাখ ৩৮ হাজার ৮১৫ জন।
প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি করোনার টিকাদান শুরু হয় সারা দেশে। শুক্রবার ও অন্য সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয় সরকারি হাসপাতালে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও অন্য সরকারি ছুটির দিনে করোনার টিকা দেওয়া হয় না।
এমকে