হাসপাতাল থেকে ভ্যাকসিন ‘গায়েব’

০২ এপ্রিল ২০২১

পাকিস্তানে লাহোর সার্ভিস হাসপাতালে পাঠানো ৫৫০টি ডোজের কোনও হদিস পাচ্ছে না কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে শত শত ডোজ ভ্যাকসিন ‘গায়েব’ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

শহরটির সরকারি মোজাং টিচিং হাসপাতালে মজুত আরও ৩৫০ ডোজ করোনা ভ্যাকসিন ‘নষ্ট’ হয়ে গেছে ।

লাহোর হাসপাতালের প্রধান অবশ্য দাবি করেছেন, ভ্যাকসিনগুলো হারিয়ে যায়নি। বরং হিসাবে গরমিলের কারণেই এই জটিলতা দেখা দিয়েছে।

জিও নিউজ ও এএনআই


মন্তব্য
জেলার খবর