বোরো চাল এলে বাজারে চালের দাম স্বাভাবিক হবে আশা করছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর
রাজ্জাক । বলেছেন, এই বছর বোরোর ফলন ভালো হয়েছে। বোরোতে ২ কোটি ৫ লাখ টন চাল
উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদি কোনও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয়,
আমরা যদি ধান ঘরে তুলতে পারি, ইনশাআল্লাহ ধান-চালের দাম স্বাভাবিক হয়ে আসবে। মানুষের
ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বোরো ধান কাটা কার্যক্রমের উদ্বোধনী এসব
কথা বলেন।সচিবালয়ে নিজ দফতর থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।
খাদ্য নিয়ে দেশে কোনও হাহাকার হয়নি উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমরা ৫০ লাখ
পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেই। চালের দাম বাড়লেও যারা একদম গরিব, তাদের কিন্তু
অত কষ্ট হয়নি। আপনারাও (সাংবাদিকরা) কিন্তু খবর লিখতে পারেননি- উত্তরবঙ্গে মঙ্গা হয়েছে,
মানুষ না খেয়ে আছে। দুর্ভিক্ষ হলে বাজারে চাল পাওয়া যায় না। এই রকম কিন্তু হয়নি। কিছু কষ্ট
হয়েছে আমরা সেটা স্বীকার করি।
এমকে