দলে নারী নেতৃত্বের সর্বশেষ অবস্থা জানতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১ এপ্রিল) নির্বাচন কমিশনের ৭৮তম সভায় এই সিদ্ধান্ত হয়।সভা শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এই তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ।
অশোক কুমার দেবনাথ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের শর্ত অনুযায়ী ২০২০ সালের মধ্যে সব রাজনৈতিক দলের নারী নেতৃত্ব ৩৩ শতাংশ নিশ্চিত করার বাধ্যবাধকতা ছিল। এক্ষেত্রে দলগুলোর সর্বশেষ কী স্ট্যাটাস, কমিশন দলগুলোকে চিঠি দিয়ে তার তথ্য নেবে।
এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ৩৩ শতাংশের শর্ত পূরণের সময় বাড়াতে আইন সংশোধনী খসড়া করেছে নির্বাচন কমিশন। ওই খসড়ায় নারী নেতৃত্বের ৩৩ শতাংশ নিশ্চিত করার সময় ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এমকে